
নিজের পুরনো শিবিরের বিরুদ্ধে জ্বলে উঠলেন কুলদীপ যাদব। শুধুমাত্র কলকাতার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই যেন খেলছেন আইপিএল। চলতি আইপিএলে কলকাতার বিরুদ্ধে ইতিমধ্যে তুলে নিয়েছেন ৮ উইকেট। যেখানে চলতি আইপিএলে ৮ ইনিংস খেলে এখনো পর্যন্ত ১৭ উইকেট দখল করেছেন তিনি। বর্তমানে পার্পেল ক্যাপের দৌড়ে সবাইকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন কুলদীপ যাদব। এই মুহূর্তে ১৮ উইকেট দখল করে পার্পেল ক্যাপের দৌড়ে প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।
গতকাল কলকাতার বিরুদ্ধে খেলতে নেমে অর্ডারে একাই ৪ উইকেট দখল করে নাইট বাহিনীদের ধ্বংস করেন কুলদীপ যাদব। তবে আশ্চর্যের বিষয় হলো এই, দুর্দান্ত সাফল্য পাওয়ার শর্তেও কুলদীপ যাদবকে দিয়ে মাত্র তিন ওভার বোলিং করান অধিনায়ক ঋষভ পন্থ। যেখানে ৩ ওভার বোলিং করে মাত্র ১৪ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন তিনি। ইতিপূর্বে কলকাতার বিরুদ্ধেই চার উইকেট দখল করেছিলেন কুলদীপ যাদব। তবে সেবার নিজের বোলিং কোটা পূরণ করে ৩৫ রান খরচ করে চার উইকেট দখল করেছিলেন তিনি।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারে আগুনে ফর্মে রয়েছেন কুলদীপ যাদব। আর নিজের পুরনো শিবির কলকাতা নাইট রাইডার্সকে দেখলে তো কোনো কথাই নেই। বল হাতে একাই কুপোকাত করে দিলেন দুই ম্যাচে। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওভারে তিন বলে দুই উইকেট তখন করেন কুলদীপ যাদব। নাইটরা গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচেও প্রথম ব্যাট করে ফের একবার জঘন্য ব্যাটিং পারফরম্যান্স করেন। নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানেই থেমে যায় তাদের ইনিংস।
