Connect with us

Cricket News

IPL 2022: তাবড় তাবড় ক্রিকেটার থেকেছেন অবিক্রিত, অথচ ৩০ লক্ষ টাকায় শচীন পুত্রকে দলে নিল মুম্বাই! শচীন পুত্র বলেই কি সম্ভব?

Advertisement
Advertisement

বিগত বছরের অনুকরণে আবারো শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারকে দলে ফেরালো মুম্বাই ইন্ডিয়ান্স। মেগা নিলামের প্রথম দিনে অন্য কোন ক্রিকেটারকে দলে যুক্ত করতে আগ্রহ দেখায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের নাম আসতেই সজাগ হয়ে বসে মুম্বাইয়ের বেঞ্চ। দ্বিতীয় দিনে ৩০ লক্ষ টাকা ব্যয় করে আনক্যাপ্ট ক্রিকেটার অর্জুন টেন্ডুলকারকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে ২০২১ সালেও ২০ লক্ষ টাকা ব্যয় করে অর্জুন টেন্ডুলকারকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও মুম্বাইয়ের জার্সি পড়ে একটি ম্যাচেও নামতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। তাছাড়া ২০২১ মরশুমে আইপিএলের মাঝপথে চোট পেয়ে দল ত্যাগ করেন অর্জুন টেন্ডুলকার।

Advertisement

আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তুলেছে ক্রিকেটপ্রেমীরা। যেখানে শত শত ট্যালেন্টেড ক্রিকেটারের নাম উঠেছিল আইপিএলের নিলামে, সেখানে কেন শচীন পুত্রকে দলে টেনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স? শুধুমাত্র শচীন টেন্ডুলকারের জন্যই কি মুম্বাই শিবিরে জায়গা পেল অর্জুন টেন্ডুলকার? কারণ, ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অর্জুন টেন্ডুলকারের পারফরম্যান্স এখনো নজর কাড়েনি ক্রিকেটপ্রেমীদের। যেখানে ২০ লক্ষ টাকা বেসিক মূল্যে একাধিক তরুণ ক্রিকেটারের নাম উঠেছিল নিলামের আসরে, সেখানে তাদের ছেড়ে কেন অর্জুন টেন্ডুলকারের পেছনে ৩০ লক্ষ টাকা বাজি ধরল মুম্বাই ইন্ডিয়ান্স?

যদিও এই প্রশ্নের সঠিক উত্তর নেই ক্রিকেট প্রেমীদের কাছে। তবে আদৌ শচীন পুত্র অর্জুন নিজের প্রতিভা দ্বারা আইপিএলে সুযোগ পেয়েছেন নাকি এর পেছনে অন্য কোন গন্ধ রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন মরিয়া ক্রিকেটপ্রেমীরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠে আসা একাধিক বিধ্বংসী ক্রিকেটার অবিক্রিত থেকে গেছেন আইপিএলের নিলামে। অথচ অর্জুন টেন্ডুলকার ঠিকই দল পেয়ে গেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শচীন পুত্রকে দলে নিতে আগ্রহ দেখায়নি অন্য কোন ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

#Trending

More in Cricket News