IPL League

DD vs SRH : আজ বাজিমাত করবে কোন দল? জানুন দুই দলের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট

আইপিএল ২০২০ এর এগারো নাম্বার ম্যাচে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই মরসুমের প্রথম জয়ের লক্ষে আজ মাঠে নামবে তারা। অন্যদিকে দু’টি ম্যাচের মধ্যে দু’টিতেই জয়লাভ করে আত্মবিশ্বাসী দিল্লি শিবির।

টিম নিউজ: সানরাইজার্স হায়দ্রাবাদ এখনোও তাদের সেরা একাদশ খুঁজে পায়নি। তাই তারা হয়তো আজও দলে পরিবর্তন করবে। কেন উইলিয়ামসন আজ দলে জায়গা পেতে পারেন। অন্যদিকে ছোটগ্রস্থ অশ্বিন এবং ইশান্ত শর্মা নেটে বল করতে শুরু করেছেন। খুব সম্ভবত আজকেই প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁদের।

কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:

১. আজকের ম্যাচে যদি হায়দ্রাবাদ হেরে যায় তাহলে সেটা হবে আইপিএল এ তাদের টানা পঞ্চম হার। এর আগে তারা একবারও টানা এতগুলি ম্যাচ হারেনি।
২. ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে রিষভ পন্থের স্ট্রাইক রেট ২৫০ এরও উপর। এখন পর্যন্ত মাত্র একবারই পান্থ কে আউট করতে সক্ষম হয়েছেন ভূবি।
৩.এই বছরে টি২০ ক্রিকেটে এখনও একটাও ছয় মারেননি রিষভ পান্থ। এই প্রথমবার কোনো ছয় না মেরে তিনি ৬০ টি কাটিয়েছেন।
৪.২০১৯ আইপিএল এর পর থেকে ভুবনেশ্বর কুমার ১৭ টি ম্যাচে মাত্র ১৩ টি উইকেট নিয়েছেন। কিন্তু এই সময়কালেই তিনি দিল্লির বিরুদ্ধে ৬ টি উইকেট নিয়েছেন।
৫. প্রথম বোলার হিসেব আইপিএল এ একটানা ৯ টি ম্যাচে দু’টি বা তার বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। উইকেটবিহীন অবস্থায় শেষবার তিনি কোনো আইপিএল ম্যাচ খেলেছিলেন ১৬ ম্যাচ আগে।

আরও পড়ুন

Back to top button