Cricket NewsIPL League

ভাইরাল বিরুষ্কার নতুন ছবি

স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। তাই তাঁকে নিজের থেকে একদমই দূরে রাখতে চাইছেন না বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা ভারত  অধিনায়ক বিরাট কোহলি স্ত্রীকে নিয়ে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলে মাঠে গিয়ে দলের খেলা দেখছেন অনুষ্কা।

টানা খেলার ধকল থেকে একটু হলেও বিরতি চাইছিলেন বিরাট কোহলি। আর সেই বিরতির জন্যই  রবিবার সমুদ্রসৈকতে সময় কাটালেন বিরাট। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কাও। সূর্যাস্তের সময় বিরুষ্কা নেমেছিলেন সমুদ্রে। আর সেই ছবি লেন্সবন্দি করেন এ বি ডিভিলিয়ার্স। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এমনিতেই বিরাট-অনুষ্কার যেকোনো ছবিই সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হতে সময় লাগে না।  সেটা বিরাট বা অনুষ্কা যেই করুক না কেন। এবার ছবি পোস্ট করলেন বিরাট।

ছবিতে দেখা যাচ্ছে, গলা জলে দাঁড়িয়ে রয়েছেন বিরাট-অনুষ্কা। একে অন্যের আলিঙ্গনাবদ্ধ। পিছনে সূর্যাস্ত হচ্ছে। আকাশ ধুয়ে যাচ্ছে গোধূলির রংয়ে। ছবিটি শেয়ার করে বিরাট লেখেন, সৌজন্য এ বি ডিভিলিয়ার্স। তাতেই বোঝা যায় যে, আরসিবি-তে কোহলির সতীর্থ এ বি-ই তুলেছেন দুজনের এই  রোম্যান্টিক ছবিটি।

আরও পড়ুন

Back to top button