
বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির চেয়ে সফল ক্রিকেটার বর্তমানে আর একটিও নেই। ক্রিকেট ইতিহাসে বিশ্বের সর্বাধিক রেকর্ড রয়েছে বিরাট কোহলি নামে। তাই সর্বদা আলোচনার শীর্ষস্থানে তার নাম থাকবে এটাই স্বাভাবিক। তবে বিগত তিন বছর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থতা বিরাট কোহলির জীবন অতিষ্ঠ করে তুলেছে। ২০১৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক শতরানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এরপর আন্তর্জাতিক এবং আন্তরাষ্ট্রীয় ক্রিকেট মিলিয়ে ১০০ ইনিংস ব্যাটিং করে ফেলেছেন বিরাট কোহলি।
গতকাল লখনউ-এর বিরুদ্ধে প্রথম বলে গোল্ডেন ডাক পাওয়ার পর ব্যর্থতার দিক দিয়ে রোহিত শর্মাকেও পেছনে ফেলেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলে সাত ইনিংসে ব্যাট করে কোহলি ১৭ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট কোহলি। যার মধ্যে ৩ ইনিংসে দশের কোঠা পার করতে পারেননি রান মেশিন। এছাড়া একটি ইনিংসে “গোল্ডেন ডাক” রয়েছে তার নামে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বিরাট কোহলি ব্যর্থ রোহিত শর্মাকে ছাড়িয়ে আইপিএলে লজ্জার রেকর্ড নিজের নামে করেছেন। উল্লেখ্য, আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত ৬ ইনিংস ব্যাটিং করেছেন রোহিত শর্মা। যেখানে সর্বসাকুল্যে ১৯ গড়ে রান করেছেন মাত্র ১১৪!
এবার বিরাট কোহলির ফর্ম নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। এদিন তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,”কোহলির কেবল একটা ভালো ইনিংস প্রয়োজন, সেটি হলেই আগের অবস্থায় ফেরত আসতে পারবেন তিনি। সেই কনফিডেন্স ফিরে পাবেন বিরাট কোহলি। তবে সবার আগে কোহলির নিজের ক্লান্তি দূর করাটা কারণ নিজের কাছে নিজে পরাজিত হতে হতে ক্লান্তি বোধ এসে গেছে বিরাট কোহলির। বেশি জরুরি, কোহলির কেবল একটা ভালো ইনিংস! আসতে। তবে সবার আগে ওর প্রয়োজন দারুণ একটা বিশ্রাম।
