
আইপিএলের ইতিহাসে কি আরো একটি লজ্জার ইতিহাস লিখবেন বিরাট কোহলি? নাকি সমস্ত সমালোচনা ভুলে নতুন মেজাজে ব্যাটিং করবেন তিনি? আজ শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ইতিমধ্যে চলতি আইপিএলে একাধিক লজ্জার রেকর্ড করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তারকাখচিত এই দলটি চলতি আইপিএলে দলগত সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার লজ্জাজনক কৃতিত্ব অর্জন করেছে। তাছাড়া দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টানা দুই ম্যাচে “গোল্ডেন ডাক” পাওয়ার কলঙ্কিত নজির গড়েছেন।
চলতি আইপিএলে দুর্দান্ত মেজাজে রয়েছে রাজস্থান রয়্যালস। পরপর দুই ম্যাচে শতরানের ইনিংস খেলে আজ ব্যাঙ্গালোরে বিরুদ্ধে মাঠে নামতে চলেছে রাজস্থানের তারকা ক্রিকেটার জস বাটলার। আজকের ম্যাচে দুটি রেকর্ড আইপিএলের ইতিহাসে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। একদিকে বিরাট কোহলির গোল্ডেন ডাকের হ্যাট্রিক তো অন্য দিকে জজ বাটলারের শতরানের হ্যাটট্রিক। সম্ভবত আজকের ম্যাচ বলে দেবে আগামীতে বিরাট কোহলি ব্যাঙ্গালোরের প্রথম একাদশে সুযোগ পাবেন কি না?
চলতি আইপিএলে একের পর এক লজ্জাজনক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন বিরাট কোহলি। আইপিএলের গুরুত্ব ম্যাচে লখনউ এর খেলতে নেমে প্রথম বলেই “গোল্ডেন ডাক” পেয়েছিলেন রান মেশিন বিরাট কোহলি। এরপর গত ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষেও গোল্ডেন ডাক পান বিরাট। এই নিয়ে আইপিএলে পাঁচবার গোল্ডেন ডাক পেলেন বিরাট কোহলি। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে ৮ ইনিংসে কোহলি ১৫ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট কোহলি। যার মধ্যে ৪ ইনিংসে দশের কোঠা পার করতে পারেননি রান মেশিন। সাথে দুই ইনিংসে “গোল্ডেন ডাক” তো রয়েইছে।
অন্যদিকে, “অরেঞ্জ ক্যাপ”-এর দৌড়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন জস বাটলার। ৭ ম্যাচ খেলে ইতিমধ্যে করে ফেলেছেন তিনটি শতক। তার ব্যাট থেকে এসেছে চলতি আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংস (১১৬ রানের ইনিংস খেলেছেন তিনি)। ৭ ম্যাচে ৪৯১ রান করে তিনি রয়েছে অরেঞ্জ ক্যাপ তালিকায় শীর্ষে।
