IPL LeagueCricket News

এই তারকা অভিনেতাই কী আইপিএলের নতুন দল কিনছেন?

শাহরুখ খান, প্রীতি জিন্টা, জুহি চাওলা, শিল্পা শেঠীর পর আরও এক বলিউড সুপারস্টারের আইপিএলে আসার সম্ভাবনা রয়েছে। তিনি হলেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। ‘লুসিফার’, ‘দৃশ্যম’, ‘জনতা গ্যারেজ’ সহ অসংখ্য সুপারাহিট ফিল্মে অভিনয় করেছেন তিনি। এবার গুঞ্জন চলছে যে, মোহনলাল আইপিএলে দল কিনতে যাচ্ছেন! সদ্য শেষ হওয়া আইপিএল আসরের ফাইনালে গত মঙ্গলবার মোহনলালকে গ্যালারিতে দেখা গেছে। এরপর থেকেই শুরু হয় এই গুঞ্জন।

এই বছরের মতো আগামী বছরের আইপিএলও সংযুক্ত আরব আমিরশাহীতে দর্শকবিহীন মাঠে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। করোনার পরিস্থিতিতে আইপিএলে বেশি লাভবান হতে পারেনি বিসিসিআই। তাই তারা আগামী আসরে একটি নতুন দল যুক্ত করার চিন্তা করছে। সেই দলটি আহমেদাবাদ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই নবম দলটি নিয়ে গুঞ্জন উঠতে শুরু হয়েছে নবম দলটিই নাকি কিনতে যাচ্ছেন মালয়ালম সিনেমার ৫ বার জাতীয় পুরস্কারজয়ী মোহনলাল।

আইপিএল ফাইনালের গ্যালারিতে মোহনলালকে গ্যালারিতে বেশ খোশমেজাজে দেখা গেছে। ‘দৃশ্যম ২’ সিনেমার শুটিং শেষ করে তিনি ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন। সেই সুযোগে আইপিএল ফাইনাল দেখার লোভ সামলাতে পারেননি পদ্মশ্রী ও পদ্মভূষণ খেতাবজয়ী মোহনলাল। গ্যালারিতে আইপিএল আয়োজকদের সঙ্গে তার তোলা সেলফি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৬০ বছর বয়সী মোহনলালের পাশাপাশি অনলাইন পোর্টাল ‘বাইজু’কে ঘিরেও আইপিএলের  দল কেনার গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন

Back to top button